Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির গেট থেকে মদসহ বহিরাগত ৪ বখাটে আটক

ঢাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০২১ ০০:৪০ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ০০:৪৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে মদসহ চার ‘ইভটিজার’কে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ সংলগ্ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চার জনের নাম—শাহিন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাওছার আহমেদ (২৪) এবং শাওন (১৮)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, বিকেলের দিকে তোরণ সংলগ্ন রাস্তায় মেয়েদেরকে ইভটিজিং করছিল এই চার বখাটে। তোরণের আশপাশ থেকেই তাদের আটক করা হয়েছে।

চারজনের মধ্যে একজনের ব্যাগ থেকে মদের বোতল পাওয়া গেছে।

আটকের পর তাদের সবাইকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আরআইআর/একেএম

আটক উত্যক্ত টপ নিউজ মদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর