Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিক মাশরুম চক্রের ২ সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১৯:০৩

ঢাকা: হ্যালুসিনোজেন গ্রুপের (মনোঃভ্রম উদ্দীপক) নিষিদ্ধ মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেফতার কানাডা প্রবাসী নাগিব হাসান অর্নব (২৫) এবং তাইফুর রশিদ জাহিদকে (২৩) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত।

শনিবার (১০ জুলাই) বিকেলে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এদিকে, গ্রেফতার দুই জনের একদিন রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ।

অন্যদিকে, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধীতা করা হয়।

এর আগে, ৭ জুলাই র‍্যাবের অভিযানে হাতিরঝিল থেকে গ্রেফতার হওয়া ওই দুই জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে র‍্যাব জানায়, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। সেই চক্রের দুই সদস্যকে তারা গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে জব্দ করা পাঁচটি বারের প্রতিটিতে ম্যাজিক মাশরুমের পরিমাণ ২৫০০ মাইক্রোগ্রাম।

সারাবাংলা/এআই/একেএম

গ্রেফতার দুই জন কারাগারে ম্যাজিক মাশরুম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর