জেলে বসে জুম মিটিং: তদন্ত কমিটি গঠন, ৮ কারারক্ষী প্রত্যাহার
১ জুলাই ২০২১ ২২:৩৯ | আপডেট: ২ জুলাই ২০২১ ১২:১১
ঢাকা: জেলে বসে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জুম মিটিং করার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জুলাই) কারা অধিদফতর থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সারাবাংলাকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন মুন্সীগন্জের জেল সুপার নুরুন্নবী ভুইয়া এবং নারায়ণগন্জের জেলার শাহ রফিকুল ইসলাম। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডেসটিনির রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় বিএসএমএমইউ এর প্রিজন্স সেলে দায়িত্ব পালনরত একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন কারারক্ষীকে ক্লোজড করা হয়েছে। আজ রাতেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হবে।
অন্যদিকে প্রিজন্স সেলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলার নিয়োগ করা হবে বলে জানান কারা মহাপরিদর্শক।
সারাবাংলা/ইউজে/একে