অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
১০ মে ২০২১ ১৬:৫৯ | আপডেট: ১০ মে ২০২১ ১৯:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে মা-মেয়েও আছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (১০ মে) দুপুরে উপজেলার বাণীগ্রামের দমদমা দিঘীরপাড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানিয়েছেন।
ওসি শফিউল কবির সারাবাংলাকে বলেন, ‘কক্সবাজারের পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়া একটি সিএনজি অটোরিকশা বাঁশখালী অতিক্রমের সময় এস আলম সিমেন্ট ফ্যাক্টরির একটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী এবং দুই বছর বয়সী এক মেয়ে ও এক পুরুষ নিহত হয়েছেন।’
এ ছাড়া আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি শফিউল কবির।
‘আহত-নিহত কারও নাম-পরিচয় পাইনি। তবে যে নারী ও শিশু মারা গেছে, তারা মা-মেয়ে বলে নিশ্চিত হয়েছি। নারীর বয়স প্রায় ২৬ বছর। শিশুটি দুই বছর বয়সী। পুরুষের বয়স আনুমানিক ৩২ বছর হবে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি, তবে চালক পালিয়ে গেছে’- বলেন ওসি শফিউল কবির
সারাবাংলা/আরডি/একে