বরগুনায় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
২৯ এপ্রিল ২০২১ ২১:৪৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২১:৫০
বরগুনা: জেলায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। বরগুনা থানা পুলিশ খুনি ছেলেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলের মধ্যে কথার কাটাকাটি হয়। এসময় ছেলে জামাল উত্তেজিত হয়ে ঘটনাস্থলে পিতা আয়নালকে কুপিয়ে হত্যা করে।
বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় বরগুনা থানা পুলিশ খুনি জামালকে (৩২) গ্রেফতার করে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক বরগুনার বিভিন্ন চেক পয়েন্টে আমাদের নিরাপত্তা বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে খুনি ছেলেকে গ্রেফতার করি।’
সারাবাংলা/এমও