ঢাকা মহানগর উত্তর আ.লীগের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা চালু
২৬ এপ্রিল ২০২১ ১০:২৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১০:২৭
ঢাকা: ‘কোভিড-১৯ টাস্কফোর্স’ গঠন করে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ২০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই টাস্কফোর্স গঠন করেছে শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচির নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা মহানগর আওয়ামী উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
অনুষ্ঠানে নেতারা জানান, ০১৭২৭৪৭৮৭৯৭ এবং ০১৭৯৭১৬২৭৭৭ এই দুইটি হটলাইনে জরুরি করোনা রোগীর সেবায় ফোন করলে সংশ্লিষ্ট নেতাদের মাধ্যমে করোনা রোগীর ঠিকানায় ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা সরবরাহ করা হবে। অক্সিজেন সিলিন্ডারগুলো ঢাকা মহানগর আওয়ামী উত্তরের অস্থায়ী কার্যালয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি অফিসে সংরক্ষণ করা থাকবে। করোনা রোগীর জরুরি সেবায় অক্সিজেন সিলিন্ডারগুলির প্রয়োজন শেষ হলে সংশ্লিষ্ট থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাদের মাধ্যমে পরবর্তীতে খালি সিলিন্ডারগুলো ফেরত নেওয়া হবে। পরবর্তীতে সেগুলো পূর্ণ করে পুরায় করোনা রোগীর সেবায় প্রস্তুত রাখা হবে।
এছাড়া করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগরের অন্তর্গত প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এজন্য সংশ্লিষ্ট নেতাদের কর্মপরিকল্পনা প্রস্তুত করে মহানগর দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অনুযায়ী প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঈদ উপহারসহ খাদ্য সহায়তা বরাদ্দ করা হবে। এছাড়া মাস্ক বিতরণ, মাইকে সচেতনমূলক প্রচারণাসহ দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদের উপহার বস্ত্র খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ।
সারাবাংলা/এনআর/এনএস
করোনাভাইরাস ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা