Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৫:৩৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ০০:৩৪

রফিকুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা সিটিটিসির সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক কাজী নাসিরুল ইসলাম মতিঝিল থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

তবে এদিন মাদানীর পক্ষে কোনো আইনজীবী ছিল না। গত ২১ এপ্রিল মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এরপর গত ১৬ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সারাবাংলা/এআই/এনএস

রফিকুল ইসলাম মাদানী রিমান্ড শিশুবক্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর