Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ‘শিশুবক্তা’ রফিকুলের মাদরাসায় ঝুলছে তালা

লোকাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৯:৫২ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ২০:৩৯

টঙ্গী (গাজীপুর): মহানগরের বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আলোচিত হাফেজ ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম ’মাদানী’র মাদরাসা রয়েছে। ‘মারকাজুন নূর আল ইসলামিয়া’ নামে ওই আবাসিক মাদরাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলাম মাদানী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিকে সরেজমিনে মাদরাসা ক্যাম্পাসে গিয়ে প্রধান ফটকে ভেতর থেকে দু’টি তালা ঝুলতে দেখা গেছে। ফটকে গিয়ে মাদরাসার দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও এ বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি।

বিজ্ঞাপন

অপরদিকে কারা ফটকে গাজীপুর মহানগর পুলিশের ডিসি ইলতুৎমিশ জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় মামলা হয়েছে।

র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রফিকুল ইসলাম নেত্রকোণা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে গাজীপুর করোনাকালীন বিশেষ আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। পরে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আকন্দ সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাকে এ কারাগারে বুঝে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

রফিকুল ইসলাম মাদানী রফিকুলের মাদরাসা শিশুবক্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর