Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৬

বগুড়া: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়। একইদিন, দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ঢাকা থেকে বগুড়াগামী শাওন এন্টারপ্রাইজ নামে একটি দ্রুতগামী বাস একই পথগামী সিএনজি চালিত অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে যায় এবং চালকসহ ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত এবং অপর যাত্রী গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত এবং নিহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর আহত আরেকজন মারা যান।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার আনারপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক শাহ জামাল (৩৪), শাজাহানপুরের ডেমাজানী গ্রামের মৃত খিতিশ চন্দ্র দাসের ছেলে কালি দাস (৭২), শেরপুরের গোসাইপাড়ার গিরেন্দ্র নাথ মহন্তের ছেলে সুদয় কুমার মহন্ত (৪০) এবং শেরপুর টাউন কলোনীর মৃত নাদু মন্ডলের ছেলে কাঁচামাল ব্যবসায়ী হারেছ (৪০)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

একইদিন দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইজিবাইক চালক আব্দুর রউফ রাসেল (৩৩) ও যাত্রী একই ইউনিয়নের বেলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে সমাজসেবা ডেকোরেটরের মালিক মুক্তার হোসেন (৩৭)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোচালক রাসেল যাত্রী মুক্তারকে নিয়ে চৌমুহনী থেকে দুপচাঁচিয়া সদরে আসছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নওগাঁ থেকে বগুড়াগাড়ী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৬৮৫১) তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝখানে পড়ে ইজিবাইকটি দুমড়ে যায়। স্থানীয় লোকজন ইজিবাইক চালক ও যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনো অভিযোগ না পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমও

বাস দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর