‘শ্রীলঙ্কা বাদে এ অঞ্চলে বাংলাদেশেই ইন্টারনেট সবচেয়ে সস্তা’
১৬ জানুয়ারি ২০২১ ১৮:০৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৯:০২
ঢাকা: শ্রীলঙ্কা ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে বাংলাদেশেই ইন্টারনেটের খরচ সবচেয়ে কম বলে দাবি করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। ইন্টারনেটের মূল্য এর চেয়ে কমানোর প্রয়োজন নেই বলেও মত তার।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সঙ্গে সারাবাংলা ডটনেটের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আলাপকালে এসব কথা বলেন।
সৌজন্য সাক্ষাতে সারাবাংলা ডটনেটের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ ও ভ্যাস সার্ভিস সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সারাবাংলার ব্যবস্থাপনা সম্পাদক রফিক উল্লাহ রোমেল, সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন ও সাব্বির আহমেদ এবং সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সম্প্রতি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শ্যাম সুন্দর সিকদার। এর আগে তিনি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। সারাবাংলা ডটনেটকে দেওয়া সাক্ষাৎকারে বিটিআরসিকে নিয়ে তার ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। খোলামেলা আলোচনায় বলেছেন, অপারেটর ও গ্রাহক— উভয়ের স্বার্থ রক্ষা করেই বিদ্যমান সমস্যা সমাধান করে এগিয়ে চলতে চান।
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলাপকালে সারাবাংলার পক্ষ থেকে জানতে চওয়া হয় ইন্টারনেটের খরচ প্রসঙ্গে। গ্রাহকদের অভিযোগ, ইন্টারনেটের জন্য তাদের যে পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, সে তুলনায় তারা পর্যাপ্ত গতি পাচ্ছেন না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘এটি একেবারেই অবান্তর কথা। বিশ্বের কোন দেশে বাংলাদেশের চেয়ে সস্তায় ইন্টারনেট পাওয়া যায়? বাংলাদেশের চেয়ে কোন দেশে সস্তায় ইন্টারনেট সরবরাহ করা হয়? এমন নজির নেই। আমি যতটুকু জানি, শ্রীলঙ্কা হয়তো এদিক থেকে আমাদের চেয়ে একটু এগিয়ে থাকবে। কিন্তু আমরা দ্বিতীয় অবস্থানে আছি। এই তথ্যটি বছর দুয়েক আগের কথা। পরের বিষয়টি আমি এই মুহূর্তে বলতে পারব না। তবে ইন্টারনেটের খরচ আমাদের এখানে ভারতের চেয়েও কম।’
কিন্তু গ্রাহকদের পক্ষ থেকে তো ইন্টারনেটের খরচ কমানোর দাবি রয়েছে— এ বিষয়ে জানতে চাইলে শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশে ইন্টারনেটের মূল্য বর্তমানের চেয়ে আরও কমানোর প্রয়োজন নেই বলে আমি মনে করি। প্রতি এমবিপিএস ব্যান্ডইউথের দাম যেটা ৭২ হাজার টাকা ছিল, সেটি এখন মাত্র ৩৫০ টাকা। আর কত কম চান? যারা কমানোর পক্ষে বলছেন, আমি তাদের প্রশ্ন করতে চাই— কোন যুক্তিতে কমানোর কথা বলছেন?
গ্রাহক সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান। সারাবাংলার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেবার মান বাড়াতে টাওয়ার নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে। এছাড়া মোবাইল অপারেটরদের আরও তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। তারা তরঙ্গ বরাদ্দ নিতেও সম্মত হয়েছেন। আশা করছি কাজটি দ্রুতই শেষ হবে।
তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য সেবা নিয়েও কথা হয় বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে। তিনি জানান, গ্রাহকদের গুণগত মানসম্মত সেবা নিশ্চিত করতে অপারেটরদের সক্ষমতা আরও বাড়াতে হবে।
সারাবাংলা/ইএইচটি/টিআর