না.গঞ্জ পাঁচরুখীতে প্রিমিয়ার ব্যাংকের উপশাখা উদ্বোধন
২৯ ডিসেম্বর ২০২০ ১৭:৫৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৮:১৬
সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পাঁচরুখী উপশাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে পাঁচরুখী বাজার ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষ প্রিমিয়ার ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম পাচঁরুখী বাজারে শাখাটির উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রিমিয়ার ব্যাংকের এই উপশাখার মাধ্যমে এখন এই এলাকার সাধারণ মানুষের কাছে মূলধারার ব্যাংকিং পৌঁছে গেল। সাধারণ মানুষ আরও সহজে ব্যাংকিং করতে পারবেন।