Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু


২০ নভেম্বর ২০২০ ১৮:১৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৮:৩৭

ঠাকুরগাঁও: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী রত্নাই গ্রামের আব্দুর রহমান ও নারায়ণগঞ্জ জেলার ইমন নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত রহমানের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১৮ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়।

রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে জায়গা-জমি বিক্রি করে ২০১৪ সালে রহমান সাউথ আফ্রিকায় যায়। সেখানে ৩ বন্ধু মিলে মুদির দোকান দিয়েছিল। ঘটনার দিনও তারা একসঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা এসে তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলে আব্দুর রহমান ও ইমন নিহত হন। এ ঘটনায় আহত হন রুবেল।

বিজ্ঞাপন

ঘটনা শোনার পর রত্নাই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাঙালি যুবকের নিহত হওয়ার বিষয়টি পরিবারের পক্ষ থেকে বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

গুলিতে নিহত টপ নিউজ দুই যুবক বালিয়াডাঙ্গী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর