Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কলেজ শিক্ষার্থী গ্রেফতার


১২ অক্টোবর ২০২০ ১৬:১১

চট্টগ্রাম ব্যুরো: একমাস আগে বন্ধুর বাসায় নিয়ে প্রতিবেশি স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় মামলা দায়েরের পর ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. রিয়াজ (২০) নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থী সদরঘাট এলাকায় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়েন।

বিজ্ঞাপন

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘সদরঘাট থানা এলাকায় আক্রান্ত শিক্ষার্থী এবং অভিযুক্ত তরুণের বাসা পাশাপাশি। প্রতিবেশি মেয়েটির সঙ্গে তার পূর্ব পরিচয় ও ভালো সম্পর্ক আছে। স্কুল শিক্ষার্থীর বাবার অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রিয়াজ তার মেয়েকে ফুসলিয়ে মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে বন্ধুর অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করেন। গতকাল (রোববার) মেয়েটি তার মায়ের কাছে ঘটনা প্রকাশ করে।’

অভিযুক্ত তরুণকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আহমেদ উল্লাহ।

চট্টগ্রাম স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর