Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আ. লীগ নেতার মৃত্যু


৯ জুলাই ২০২০ ১৯:৫৪

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আবদুর রহমান (৭২) চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সারাবাংলাকে জানিয়েছেন, জুন মাসের শেষদিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগেও তিনি ভুগছিলেন। চারদিন আগে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা গেছেন।

আবদুর রহমান আট ছেলে ও এক মেয়ের জনক। চকবাজার মুন্সী পুকুর পাড় এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শফিক আদনান।

আবদুর রহমানের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং নগর মহিলা লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন গভীর শোক জানিয়েছেন।

আওয়ামী লীগ করোনাভাইরাস

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর