Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে করোনায় আক্রান্ত আরেক বাংলাদেশির মৃত্যু


৩ এপ্রিল ২০২০ ০৫:২০

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে মজিবুর রহমান (৭৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মিলানের সান পাওলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এ নিয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

মজিবুর রহমান অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইতালির মিলানে বাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

এদিকে গত বৃহস্পতিবার একদিনে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬০ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৪২ জন।

করোনা: লাইভ আপডেট

ইতালি করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর