Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার গুজব ঠেকাতে সিএমপির হটলাইন চালু


২২ মার্চ ২০২০ ১৭:৪২

চট্টগ্রাম ব্যুরো: করোনা ভাইরাস নিয়ে গুজব ঠেকাতে হটলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানিয়েছে, করোনা ভাইরাস নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানোর তথ্য, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেনটাইনের আদেশ না মানা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানোর তথ্য দেওয়া যাবে সিএমপির হটলাইন নম্বরে (০১৪০০-৪০০৪০০)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে এরই মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে গুজব ছড়ানো হয়েছে। এ ধরনের গুজবের তথ্য পেলে হটলাইনে যে কেউ জানাতে পারবেন। বিদেশ ফেরত প্রবাসীদের তথ্য, কেউ যদি হোম কোয়ারেনটাইন না মেনে অবাধে ঘোরাফেরা করেন সেই তথ্যও হটলাইনে নেওয়া হবে। সম্প্রতি বাজার থেকে চাল, ডাল, চিনি তেলসহ বিভিন্ন পণ্য ক্রেতারা বেশি পরিমাণে কিনে মজুদ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এর সুযোগে বিক্রেতারাও পণ্যের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আছে। এ ধরনের তথ্য আমরা হটলাইনে নিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণ করব।’

হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা সরাসরি অভিযোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

করোনা ভাইরাসে মৃত্যুর মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে ৩৫ সেকেন্ডের অডিওবার্তা ছড়িয়ে দেওয়ার পর একজন চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। আদনান ইফতেখার নামে ওই চিকিৎসক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

এছাড়া হোম কোয়ারেনটাইন প্রতিপালন ও বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন জেলা প্রশাসন ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

করোনার গুজব সিএমপি হটলাইন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর