Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে প্রিমিয়ার ব্যাংক


২৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩২

ঢাকা: ২৭তম ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই শো শুরু হয়েছে। প্রদর্শনী উদ্বোধনের পর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোঅ্যানি ওয়াগনার প্রিমিয়ার ব্যাংক স্টল পরিদর্শন করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের এসভিপি, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন, কাওরান বাজার শাখার ব্যাবস্থাপক এজাজ ওয়াহিদ, কার্ড অপারেসন্স প্রধান বিপ্লব মল্লিক।

বিজ্ঞাপন

তিনদিন ব্যাপী (২৭-২৯ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে মিলে ইউএস ট্রেড শো’র আয়োজন করে আসছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।

ইউএস ট্রেড শো প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর