মোমবাতি প্রজ্বলনে ভাষা শহিদদের স্মরণ
২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:২০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪০
চট্টগ্রাম ব্যুরো: মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলার জন্য আত্মাহুতি দেওয়া বীর শহিদদের স্মরণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। সংগঠনের চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা যৌথভাবে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ড. অনুপম সেন বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধুর অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির বিজয় অর্জিত হয়েছে। বিশ্বে বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে।’
সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়াউদ্দিন, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদুল আলম।
আলোচনা সভা শেষে শহীদ মিনারের পাদদেশে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা। এসময় আরও ছিলেন সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক বি কে বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, ফজল আহমেদ, গৌরি শংকর চৌধুরী, বাদশা মিয়া, নুরুল আমিন, ফোরকান উদ্দিন আহমেদ।
২১ ফেব্রুয়ারি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চট্টগ্রাম ভাষা শহিদ সেক্টর কমান্ডারস ফোরাম