Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে পায়ুপথে আনা ১ কেজি স্বর্ণসহ যাত্রী আটক


২৭ জানুয়ারি ২০২০ ১৮:১৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৮:১৯

ফাইল ছবি

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে করে আনা ১ কেজি ১৪১ গ্রাম স্বর্ণসহ সারোয়ার আলম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

আটক সারোয়ার চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দলাই গ্রামের মো. সোলায়মানের পুত্র।

আলমগীর হোসেন জানান, সোমবার ১২ টার দিকে এমিরেটের ফ্লাইট ( ইকে ৫৮২) দুবাই থেকে ঢাকায় আসেন সারোয়ার আলম (৩৫)। বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আসার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পায়ুপথে করে স্বর্ণ আনার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, এক পর্যায়ে তার পায়ুপথ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় আরও ১৪৪ গ্রাম স্বর্ণালংকার। আটক স্বর্ণের বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

আটক সরোয়ারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান আলমগীর।

পায়ুপথ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণের বার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর