Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


২২ জানুয়ারি ২০২০ ১৫:৩২

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

পরে নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উপজেলার এক প্রতিবন্ধী নারী গতকাল বিকেলে বাড়ির পাশের মাঠে গবাদি পশু চরাতে যান। এসময় ওই গ্রামের স্থানীয় আলামিন নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে রাতেই নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনালীডাঙ্গা গ্রাম থেকে আলামিনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নির্যাতিত ওই নারীর শারিরীক পরীক্ষার জন্য বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর