Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৬


১১ ডিসেম্বর ২০১৯ ০৫:০১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ বছর বয়সী এক কিশোরী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় একটি ইটভাটার পাশে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশের অভিযানে ধরা পড়ে ছয় অভিযুক্ত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানার সম্মেলন কক্ষে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় রাসেল, সুজন মিয়া, শাহাদাৎ হোসেন, সুমন, রবিন ও আল আমীন নামে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের গোপচর ফকিরবাড়ি এলাকার একটি কারখানায় কাজ করতো ওই কিশোরী। সোমবার কাজ শেষে সন্ধ্যায় চাচাত ভাইয়ের সঙ্গে একটি কাজে ফতুল্লায় যায় সে। তারা পথে ইদ্রাকপুর এলাকায় পৌঁছলে কয়েকজন তাদের পথরোধ করে। পরে চাচাতো ভাইকে মারধর করে তার কাছে থাকা ৩ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে পাঠিয়ে দেয়। পরে কিশোরীকে একটি ইটভাটার পাশের দোকানে নিয়ে আটক করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছয়জন মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বখাটেরা এ ঘটনা কাউকে না জানানোর কথা বলে একটি অটোরিকশায় তুলে দেয়।

পরে ওই কিশোরী রাতেই বাদী হয়ে থানায় মামলা করে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।

ইদ্রাকপুর গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর