Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে ৮ কেজি স্বর্ণের বারসহ আটক ১


১১ নভেম্বর ২০১৯ ১৯:২৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৯:৩০

Gold bars

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কোটি টাকা মূল্যের আট কেজি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কতৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টম হাউজ সূত্রে জানা যায়, দুপুরে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা আকতারুজ্জামান নামে এক যাত্রীকে সন্দেহ করে কাস্টমস কর্মকর্তারা। পরে ওই যাত্রীর কাছে থাকা চারটি চার্জার লাইট ভেঙে ৭০টি স্বর্ণের বার পাওয়া যায়। ওই স্বর্ণের বারগুলোর ওজন প্রায় আট কেজি এবং আনুমানিক মূল্য চার কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকতারুজ্জামান দাবি করেছে, আবুধাবি থেকে দেশে আসার সময় তার এক বন্ধু তাকে চার্জার লাইটগুলো দিয়েছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই ১৭৬টি স্বর্ণের বারসহ আরও এক যাত্রীকে আটক করা হয়েছিল।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণের বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর