Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক


২২ অক্টোবর ২০১৯ ১৯:৫২

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছে উগ্রবাদী বই, দলীয় পতাকা এবং লিফলেট পাওয়া যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মধ্যরাতে উপজেলার উজানপাড়া থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়ার রশিদ মোল্লার ছেলে জুয়েল মোল্লা (২৫) ও খুলনার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের মৃত সোবহান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল— সংগঠনের কার্যক্রম জোরদার এবং নাশকতার পরিকল্পনা করতে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করছে আনসারুল্লাহ বাংলা টিম। রাত ১টার দিকে মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনে আট থেকে নয়জন গোপন বৈঠকে বসে। সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

আনসারুল্লাহ বাংলা টিম

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর