ই-জিপি’র চুক্তি নবায়ন করল প্রিমিয়ার ব্যাংক
২০ অক্টোবর ২০১৯ ১৬:২৮ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ১৭:০০
ঢাকা: বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক পরিচালিত জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চুক্তি নবায়ন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
রোববার ( ২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ, আইএমই ডিভিশনের মহাপরিচালক মো. আলী নূর এবং প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।