Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফ আর টাওয়ারের আগুন: ক্রেডিট কার্ড বীমার চেক পেল নিহতদের পরিবার


৯ অক্টোবর ২০১৯ ২২:৫২ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ২৩:১৫

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত তিন ব্যক্তির পরিবারের কাছে ক্রেডিট কার্ড বীমার চেক হস্তান্তর করেছে প্রিমিয়ার ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই চেকগুলো হস্তান্তর করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মুহাম্মাদ জামাল এম এ নাসির।

প্রিমিয়ার ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুনের স্ত্রী সানজিদা পারভিনকে ৩ লাখ ৮ হাজার ৭৮২ টাকা, নাহিদুল ইসলামের স্ত্রী মাহামুদা আক্তার নদীকে ৩ লাখ ১০ হাজার ৭২৪ টাকা ও মাকসুদুর রহমানের মা জেসমিন রহমানকে ৩ লাখ ৪৩ হাজার ৩৮৫ টাকা মৃত্যু পরবর্তী বীমা দাবি পরিশোধ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল জব্বার চৌধূরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড বিজনেস মোহাম্মাদ মামুন রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মাদ তারেক উদ্দিন এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ মুহসিন উপস্থিত ছিলেন।

ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বীমার চেক ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর