১৬১২৩ হটলাইন নম্বরটি কৃষি কল সেন্টারেরই, ভূমির নয়
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৪
ঢাকা: ‘১৬১২৩’ নম্বরকে নিজেদের ভূমি সংক্রান্ত সেবার হটলাইন (৫ ডিজিটের শর্ট কোড) বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তবে ২০১৪ সাল থেকেই কৃষি মন্ত্রণালয়ের অধীন ‘কৃষি কল সেন্টার’ এই নম্বরটি ব্যবহার করে আসছে। দুই মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র নিশ্চিত করেছে, এটি কৃষি কল সেন্টারেরই নম্বর। আর ভূমি সংক্রান্ত নতুন যে হটলাইন চালু হতে যাচ্ছে, সেটির নম্বর ১৬১২২। ভূমিমন্ত্রী নিজেও জানিয়েছেন, ভুল করে নম্বরটি বলে থাকতে পারেন তিনি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত তথ্যের জন্য আগামী ১০ অক্টোবর থেকে ১৬১২৩ হটলাইন চালু করা হবে বলে জানান ভূমিমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবরও প্রকাশ হয়। তবে এ খবর প্রকাশের পর কৃষি মন্ত্রণালয়ের তথ্য সার্ভিসের কর্মকর্তারা নড়েচড়ে বসেন। কারণ আরও পাঁচ বছর আগে থেকেই তারা এই নম্বরটি ব্যবহার করে কৃষকদের সেবা দিয়ে আসছেন। শেষ পর্যন্ত বিটিআরসি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তারা জানতে পারেন, ভুলটি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের। তাদের বরাদ্দ পাওয়া প্রকৃত হটলাইন নম্বর ‘১৬১২২’।
এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খাঁন সারাবাংলাকে বলেন, একটি শর্ট কোড কোনোভাবেই দু’জনকে বরাদ্দ দেওযার সুযোগ নেই। এটি হয়তো ভূমি মন্ত্রণালয়েরই ভুল হয়েছে।
কৃষি কল সেন্টারের নম্বরটি ভূমি সেবার নম্বর হিসেবে ভূমিমন্ত্রী ঘোষণা করলে তা নিয়ে আলোচনা হয় কৃষি সম্প্রসারণ অধিধফতরেও। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি সচিব নাসিরুজ্জামান বলেন, আমার ব্যক্তিগত নম্বর যেমন অন্য কাউকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই, তেমনই এই নম্বরটিও বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
সন্ধ্যায় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নূরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এটি ভূমি মন্ত্রণালয়ের অনিচ্ছাকৃত ভুল বলে আমরা জানতে পেরেছি। ভূমি মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
পরে মঙ্গলবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘হটলাইনটি ১০ অক্টোবরই চালু হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। তবে নম্বরটি বলতে গিয়ে কোনো কারণে আমার ভুল হয়ে থাকতে পারে। হয়তো ভুল করে ভুল নম্বরটি বলে ফেলেছি।’
ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী সারাবাংলাকে বলেন, ‘আমাদের কয়েকটি নম্বর বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১২১২৩ নম্বরটিও ছিল। পরে জানা যায়, এই নম্বরটি আগেই বরাদ্দ দেওয়া আছে। পরে ১৬১২২ নম্বরটিই আমরা ভূমি মন্ত্রণালয়ের জন্য নির্ধারণ করি। কিন্তু ভুলটি কিভাবে হয়েছে, তা বলতে পারব না। তবে আমাদের হটলাইন নম্বর ১৬১২২।‘
এর আগে, ২০১২ সনের জুন মাসে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ‘কৃষি কল সেন্টার’। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস রাজধানীর খামারবাড়ি থেকে এটি পরিচালনা করছে। ২০১৪ সালের জুন মাস থেকে ৫ ডিজিটের একটি শর্ট কোডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেন্টারটি নতুনভাবে কার্যক্রম শুরু করে। এই হটলাইন থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা বা সমাধান পেতে কৃষকদের কাছ থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচশ কল আসছে।
১৬১২৩ কৃষি কল সেন্টার টপ নিউজ ভূমি মন্ত্রণালয় ভূমি হটলাইন ১৬১২২ হটলাইন