Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংক ও রাসেল ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি সই


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৭

ঢাকা: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর পরিচালক শামসুল বাশার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন প্রোডাক্টে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম আউলিয়া; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব কার্ড ডিভিশন মামুন রশিদ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. তারেক উদ্দিন; রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান।

এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয়পক্ষের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ( প্রেস বিজ্ঞপ্তি)

চুক্তি সই প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর