রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কানাডায় আলোকচিত্র প্রদর্শনী
২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫১
ঢাকা: রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশের ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু ও তার দল কানাডায় আলোকচিত্র প্রদর্শনী করছে। যেখানে ছবিতে ছবিতে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা ধরা হয়েছে।
কানাডা থেকে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু জানান, রোববার (১ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় দুপুর ১২টায় ভাষা সৈনিক শামসুল হুদা আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী আহমদ ডি হোসেইন, কানাডার জনপ্রতিনিধি সালমা জাহিদ, রিমা বার্ন্স-মেকগ্রো, ডলি বেগম ও মাইক্যাল কটিউসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক শামসুল হুদা বলেন, ‘বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের পক্ষে এত রোহিঙ্গার দায়ভার বহন করা সম্ভব না। রোহিঙ্গা সংকট ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই সমস্যা সমাধানে বিশ্বের অন্য দেশেগুলোর বাংলাদেশকে সহযোগিতা করা উচিত। অন্যথায় সামনে বিশ্ববাসীকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী আহমদ ডি হোসেইন বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে কানাডা সরকার বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’
সালমা জাহিদ বলেন, ‘বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ডাকে সাড়া দিয়ে এক মহৎ দায়িত্ব পালন করেছেন। রোহিঙ্গ ইস্যুতে কানাডা সরকার ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ নজরে আছে।’
কানাডায় চলমান এই প্রদর্শনীতে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর ছবি ছাড়াও যাদের ছবি প্রদর্শন করা হচ্ছে তারা হলেন- দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন জয়, দৈনিক দেশ রূপান্তরের হারুনুর রশিদ, ডেইলি নিউ এজ-এর মো. সৌরভ, বিডি নিউজ টোয়েন্টিফোরডটকম-এর আবদুল্লাহ আল মোমিন, দৈনিক বণিক বার্তার ফজলে এলাহী ওমর, দৈনিক ইত্তেফাক-এর রেহানা আক্তার এবং ফটো সাংবাদিক আবুল হোসেন ও মো. গোলাম কিবরিয়া সাইমন।