ডেঙ্গুতে আতঙ্কিত হবেন না, হটলাইনে কল দিন: সাঈদ খোকন
১৫ জুলাই ২০১৯ ১৬:০০ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৮:৩৬
ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হলে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে হটলাইন নাম্বারে (০৯৬১১০০০৯৯৯) ফোন দিয়ে জানানোর পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘নগরবাসীর কাছে অনুরোধ, ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন। আমাদের হটলাইনের নাম্বারে ফোন দিয়ে জানান, স্বাস্থ্যকর্মী আপনার বাসায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র পৌঁছে দেবে।’
সোমবার (১৫ জুলাই) দুপুরে ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবা পক্ষ-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছি। এ মেডিকেল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে। তাই কেউ এ রোগে আক্রান্ত হলে আমাদের হটলাইন নাম্বারে কল দিন। আমাদের মেডিকেল টিম আপনার বাসায় পৌঁছে যাবে। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনো রোগ যেমন-স্বর্দি, জ্বর এ ধরনের কোনো রোগও হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দিবে আমাদের মেডিকেল টিম।’
সাঈদ খোকন আরও বলেন, ‘ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। ঘাবড়ে যাওয়ারও কোনো কারণ নেই। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে সেমিনার করেছি, সেখানে তারা আমাদের জানিয়েছেন শতকরা ৯৭ থেকে ৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং সাত থেকে ১০ দিনের মধ্যে তা সেরে যায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পহেলা জুলাই থেকে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও চলছে। জনগনকে সচেতন করতে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ চলছে। মসজিদগুলোর ইমাম সাহেবদেরকে খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগনকে সচেতন করার চেষ্টায় আমাদের কোনো কমতি নেই। নগরবাসীকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মোকাবেলায় এগিয়ে চলেছি। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে একটি ডেঙ্গুমুক্ত শহর আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করতে পারবো।’
প্রতিরোধে ব্যবস্থা নেই কিন্তু বিনামূল্যে মিলছে ডেঙ্গুর চিকিৎসা
মেয়র বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মোতাবেক চলতি বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তারমানে এটা নয় যে, এসব রোগী ডিএসসিসি কিংবা ডিএনসিসি এলাকার। এই তথ্য সারা বাংলাদেশের। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। আমরা আশা করছি বাকি রোগীরাও দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।’
এ সময় মেয়র গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, ‘সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা- রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) তথ্য দিচ্ছেন গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। কিন্তু দু-একটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলছে এ রোগে মারা গেছে ১১ জন। যেটা অত্যন্ত দুঃখজনক। তাই গণমাধ্যমেকে অনুরোধ করছি, তারা যেনো সমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে। সেই সঙ্গে নির্বাচিত মেয়র হিসেবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না।’
দ্রুত সময়ের মধ্যেই ডেঙ্গু মশা নিধনে বাসা বাড়িতে মশকনিধন কর্মীরা যাবেন বলে জানান তিনি। তাই তাদেরকে বাসাবাড়িতে ঢুকতে দেওয়ার অনুরোধ জানিছেন ডিএসসিসির মেয়র।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ভ্রাম্যমাণ মেডিকেল টিমের স্বাস্থ্যকর্মী প্রমুখ।
আরও পড়ুন:
শিক্ষক অনশন, ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু
আপেল কলা নিয়ে ডেঙ্গু রোগীর বাসায় মেয়র
সারাবাংলা/এসএইচ/ওএম
টপ নিউজ ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডেঙ্গু আক্রান্ত স্বাস্থ্যকর্মী হটলাইন