ঝিনাইদহে খালের মধ্যে যুবকের গলাকাটা মরদেহ
২ জুন ২০১৯ ১১:৫৬ | আপডেট: ২ জুন ২০১৯ ১১:৫৯
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় (৩০) অজ্ঞাত পরিচয় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২ জুন) উপজেলার বড় মৌকুড়ি গ্রামের একটি মাঠের ভেতরে একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোনো স্থান থেকে ধরে এনে গলাকেটে ও কুপিয়ে হত্যার পর মরদেহ মৌকুড়ি গ্রামের মাঠের খালে ফেলে যায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট রয়েছে।
ওসি কাজী আয়ুবুর রহমান জানান, মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ