Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে নারায়ণগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল


৩০ মে ২০১৯ ১৯:৫৪

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়।

প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এসইভিপি শহীদ হাসান মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক-এর উপদেষ্টা মুহাম্মদ আলী। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহকরা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক এর উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন, আমাদের ব্যাংক সব নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন যথাযথভাবে পালন করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।

প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সেবার মানসিকতা নিয়ে উন্নত গ্রাহকসেবা প্রদান করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ব্যাংক-এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এসইভিপি শহীদ হাসান মল্লিক প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৫ম সেরা ব্যাংক নির্বাচিত হওয়ায় ব্যাংকটির গ্রাহকদের শুভেচ্ছা জানান। তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের ইচ্ছা জানান।

সারাবাংলা/ এনএইচ

ইফতার ও দোয়া মাহফিল প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর