Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার


২৫ মে ২০১৯ ১৩:৪১

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- আলতাব হোসেন (৪৫) ও সাকিব হোসেন (২০)।

শনিবার (২৫ মে) সকালে ঈশ্বরদীর গোকুলনগর ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত আলতাব উপজেলার শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে ও সাকিব সিরাজগঞ্জের শাহজাদপুর ‍উপজেলার বাঘবাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, উপজেলার গোকুলনগর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের দাবি, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। আভ্যন্তরীণ কোনো ঘটনায় তিনি খুন হয়ে থাকতে পারেন।

অপরদিকে, ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছনে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে।

সাকিব নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তিনি কীভাবে খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান ওসি

সারাবাংলা/এমএইচ

ঈশ্বর্দীতে মরদেহ যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর