Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে দুই সন্তানের জননীকে গণধর্ষণ, অস্ত্রসহ গ্রেফতার ২


২৪ মে ২০১৯ ১৭:৪৩

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে।

শুক্রবার (২৪ মে) সকালে পুলিশ উপজেলার ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর গ্রামের একটি বাড়ি ঘেরাও করে তাদের গ্রেফতার করে। এরা হলেন, ওই গ্রামের মোস্তফার ছেলে সাইফুল (৩০) ও একই ইউনিয়নের রুদ্রপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে বাবু (৩০)।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে দুই সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর স্বামী জানান, পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে হারুন, সাইফুল ও বাবুর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় হুমকিও পেয়েছেন তিনি। এর সূত্র ধরেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই তিনজন বাড়িতে ঢুকে প্রথমে তার স্ত্রীকে মারধর করে। এরপর পালাক্রমে ধর্ষণ করে। সে সময় তাদের অনুসারী ৬০-৭০ জন তাদের বাড়ি ঘেরাও করেছিল। তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘর থেকে ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্ত দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ভুক্তভোগীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ তার স্বাস্থ্য পরীক্ষার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আগামীকালও কিছু পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর