Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলের মৃত্যু


১৫ মার্চ ২০১৯ ০৩:৫৩ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৩:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বরগুনা: বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে মারা গেছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে ট্রলারের মাঝি আল আমিন (৩২) নামে ওই জেলের মরদেহ পাথরঘাটায় নিয়ে আসা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। এ সময় ১২ জেলে আহত হয়েছে। আহত জেলেদের নাম জানা যায়নি, তবে তাদের সবার বাড়ি বরগুনা জেলার বিভিন্ন স্থানে।

মৃত আল আমিন বরগুনা জেলার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের আব্দুস ছত্তার মিয়ার ছেলে।

ট্রলারে থাকা অন্য জেলেরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাগরে ফালানো জাল টানার সময় হঠাৎ ১০ থেকে ১৫ জনের স্বশস্ত্র জলদস্যু বাহিনী সেলিম খানের মালিকানা এফবি তামান্না ট্রলারের সঙ্গে লাগিয়ে ট্রলারে উঠে কোনো কিছু না বলে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

এ সময় ট্রলারে থাকা অন্য ১২ জেলেকে অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। আল আমিনের শরীরে ছররা গুলির অসংখ্য ক্ষত দেখা যায়। এ সময় জেলেরা চিৎকার দিলে জেলেদের পিটিয়ে আহত করে ট্রলারে থাকা লাখ টাকার রসদসামগ্রী লুটে নিয়ে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আহত জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে। জলদস্যুদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, জেলের বাড়ি বরগুনায় কিন্তু ঘটনাস্থল শরণখোলা থানা এলাকায়। আইনগত ব্যবস্থা কর্তৃপক্ষ নেবে। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

জেলে বঙ্গোপসাগর বরগুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর