Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝ আকাশে দুই মার্কিন বিমানের সংঘর্ষ, নিখোঁজ ৫


৬ ডিসেম্বর ২০১৮ ২২:২০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জ্বালানি পূর্ণ করার সময় সংঘর্ষে মার্কিন সামরিক বাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ২ ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন এখনো ৫ জন। জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সামরিক সূত্র জানায়, উদ্ধার হওয়া একজন ক্রু সুস্থ আছেন। তবে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকাশি আইওয়াইয়া জানান, সংঘর্ষ হওয়া এফ/এ-১৮ যুদ্ধবিমানে ২ জন ক্রু ও কেসি-১৩০ বিমানে পাঁচজন ক্রু অবস্থান করছিলেন।

তিনটি রণতরী ও জাপানি বিমান নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারেরে চেষ্টা চালাচ্ছে। এছাড়া সহায়তা দিচ্ছে মার্কিন সপ্তম নৌ বহর।

উল্লেখ্য, জাপানের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ৫০ হাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে।

সারাবাংলা/এনএইচ

যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর