Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩


৩১ অক্টোবর ২০১৮ ১৭:৪৭

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

সাভার: আশুলিয়ার পলাশবাড়িতে এক নারীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল করিম দীপু জানান, বুধবার (৩১ অক্টোবর) গ্রেফতারের পর ওই তিন জনকে আদালতে পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আরও দুই আসামিকে গ্রেফতার অভিযান চলছে।

গ্রেফতার তিন আসামি হলেন— মো. রেজাউল করিম, মো. মুছা মিয়া ও মেহেদী হাসানকে। পলাতক দুই আসামি নূর আলম ও সুজন।

পুলিশ জানায়, ওই নারী কয়েকদিন আগে পলাশবাড়িতে আত্মীয়ের বেড়াতে আসে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে পাশের এক আত্মীয়ের বাসা থেকে রাতের খাবার খেয়ে তার বোনের বাসায় ফেরার পথে পলাশবাড়ি বটতলা লেবুবাগান এলাকায় পৌঁছলে অভিযুক্তরা তার পথরোধ করে। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

সারাবাংলা/আরএ/টিআর

আশুলিয়া গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর