Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে স্বর্ণের বারসহ বাংলাদেশি আটক


৯ আগস্ট ২০১৮ ১০:০৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কলকাতা : স্বর্ণের বারসহ এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৮ আগস্ট) ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকের নাম জয়নাল আবেদিন (৫১)। তার বাড়ি যশোর জেলার বেনাপোলে।

গতকাল দুপুরের দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিএসএফ সদস্যদের। পরে তাকে আটক করে শরীর তল্লাশী করা হলে তার কাছ থেকে উদ্ধার করা হয় ছয়টি স্বর্ণের বার। যার ওজন ৬৯৯.৮৪ গ্রাম। এই স্বর্ণের দাম আনুমানিক ২১ লাখ রুপি বা ২৬ লাখ টাকা।

পরে উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো ভারতের শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসএমএন

পেট্রাপোল স্বর্ণের বার

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর