Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগত ঠেকাতে নিরাপত্তা চৌকি বসানো হবে : ঢাবি উপাচার্য


১০ জুলাই ২০১৮ ১৮:০৯ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৮:২৮

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা চৌকি বসানো হবে বলে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নিরাপত্তার নামে রক্ষণশীলতার বাঁধ তৈরি না করার দাবি

এ ছাড়া, নিরাপত্তা চৌকিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি বলেন, কোটা আন্দোলনের মতো স্বতঃস্ফূর্ত আন্দোলন কিছু অশুভ শক্তির অনুপ্রবেশের ফলে নষ্ট হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রক্টরের অনুমতি ব্যতীত বহিরাগতরা অবস্থান করতে পারবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নিরাপত্তা চৌকির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘এটা প্রভোস্ট কমিটির একটি সিদ্ধান্ত। কবে নাগাদ নিরাপত্তা চৌকি বসবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা এর কার্যক্রমের বিভিন্ন অংশ আছে সেগুলো দেখছি।’

কী ধরনের কার্যক্রম এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘জায়গা নির্ধারণ, বাজেট তৈরি, লোকবল সংযুক্ত করণ ইত্যাদি।’

বহিরাগত কারা এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বনী বলেন, ‘যাদের প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই তারাই বহিরাগত। সাবেকরা কখনও বহিরাগত নয়, সাবেকরা তো বিশ্ববিদ্যালয়ের মালিক।’

সারাবাংলা/কেকে/এমআই

ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর