Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিদ্বেষী মন্তব্যে সমালোচিত মিলবুরির দুঃখ প্রকাশ


২২ আগস্ট ২০২০ ২৩:২৯ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ২৩:৩১

যুক্তরাষ্ট্রের সাবেক আইস হকি খেলোয়াড় মাইক মিলবুরির নারী বিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছে সেদেশের ন্যাশনাল হকি লিগ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আইসল্যান্ডার্স ও ক্যাপিটালের মধ্যকার প্লে অফ ম্যাচ চলাকালীন এনবিসি স্পোর্টস চ্যানেলে কমেন্টেটর হিসেবে ছিলেন মাইক মিলবুরি। এসময় তিনি নারীরা পুরুষ হকি খেলোয়াড়দের মনোযোগ বিঘ্ন ঘটায় বলে এক মন্তব্য করেন।

ন্যাশনাল হকি লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মাইক মিলবুরি এ মন্তব্য শুধু সেদিন নারী কর্মকর্তাদেরই হেয় করেনি বরং তা সকল নারীদের হেয় করেছে।

বিজ্ঞাপন

মালবুরির মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে এর তীব্র সমালোচনা হয়। তবে মাইক মিলবুরি তার মন্তব্যে দুঃখ প্রকাশ করেও একটি বিবৃতি দিয়েছেন।

সমালোচনার মুখে মিলবুরি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এমন মন্তব্য করার আমি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে অসম্মান করা আমার ইচ্ছা ছিল না। তবে আমি একটি মারাত্মক ভুল করেছি।

মাইক মিলবুরি

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর