Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় বেশি সফল নারী নেতৃত্বের দেশ: গবেষণা


১৯ আগস্ট ২০২০ ১৮:৩৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ১৯:১৫

করোনাভাইরাস মোকাবিলায় সেই সব দেশই বেশি সাফল্য দেখিয়েছে যেসব দেশের নেতৃত্বে নারীরা রয়েছেন। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  এতে দেখা যায়, পুরুষ নেতারা নেতৃত্ব দিচ্ছেন এমন দেশের তুলনায় নারীদের হাতে যেসব দেশ সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধেক।

করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক সফলতা পেয়েছে, যেমন— জার্মানি নিউজিল্যান্ড, ডেনমার্ক, তাইওয়ান, ফিনল্যান্ড ইত্যাদি দেশের নেতৃত্বে নারীরা রয়েছেন। ওই গবেষণায় ১৯৪ টি দেশের পরিস্থিতি তথ্য সংগ্রহ করা হয়। গবেষণাটি প্রকাশ করেছে ইকোনোমিক পলিসি রিসার্চ এবং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তবে গবেষণাটির পিআর রিভিউ এখনো সম্পন্ন হয়নি।

বিজ্ঞাপন

লিভারপুল ইউনিভার্সিটির সুপ্রিয়া গারিকিপাতি ও ইউনিভার্সিটি অব রিডিং-এর উমা কাম্ভামপাতি এই গবেষণার দুই প্রধান গবেষক। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্লগে প্রকাশিত এক প্রবন্ধে এ গবেষণার বিস্তারিত তুলে ধরেন তারা। তারা বলেন, দেশের নেতৃত্বে নারী থাকলে সাম্প্রতিক সংকটে বেশি সুবিধাজনক অবস্থানে থাকা যায়। আমাদের ফলাফল স্পষ্ট দেখিয়েছে, নারী নেতারা এই মহামারিতে সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন। পুরুষদের তুলনায় নারী নেতারা সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও দ্রুত তৎপর হয়েছেন।

ওই প্রবন্ধে গবেষকরা জানান, পুরুষ নেতৃত্বের দেশ যেমন ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত। এসব দেশে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। বিপরীতে নারীরা যেসব দেশের নেতৃত্ব দিচ্ছেন যেমন জার্মানি, ডেনমার্ক, নিউজিল্যান্ড, তাইওয়ান, আইসল্যান্ড, ফিনল্যান্ড এসব দেশে মৃত্যুর হার কম।

বিজ্ঞাপন

গবেষকরা ১৯৪টি দেশের করোনাভাইরাস পরিস্থিতির উপর গবেষণা চালান যেখানে ১৯টি দেশের নেতৃত্বে রয়েছেন নারীরা। তারা নারী নেতৃত্বে পরিচালিত দেশের সঙ্গে ‘নিকট প্রতিবেশী’ পুরুষ নেতৃত্বের দেশের পরিস্থিতি তুলনা করেন। তবে গবেষকরা এক দেশের সঙ্গে আরেক দেশের তুলনার ক্ষেত্রে আর্থ-সামাজিক পরিস্থিতি তুলে ধরে এমন বেশ কয়েকটি সূচক বিশ্লেষণ করেছেন। তারা দেশগুলোর মোট দেশজ উৎপাদন, মোট জনসংখ্যা, শহরে জনসংখ্যার ঘনত্ব, বয়স্ক মানুষের অনুপাত ইত্যাদি বিবেচনায় নিয়ে দেশগুলোর শ্রেণিবিন্যাস করেন।

এসব পরিসংখ্যানের মাধ্যমে একই ধরনের আর্থ সামাজিক অবস্থার দেশকে একই শ্রেণিতে রেখে তুলনা করা হয়। যেমন: নেতৃত্ব নারী রয়েছেন এমন বাংলাদেশের তুলনা করা হয় নেতৃত্বে পুরুষ রয়েছেন এমন দেশ পাকিস্তানের সঙ্গে। এছাড়া সার্বিয়ার (নারী প্রধান) সঙ্গে তুলনা করা হয় ইসরাইলের (পুরুষ প্রধান)।  নিউজিল্যান্ড (নারী প্রধান)-এর সঙ্গে তুলনা করা হয় আয়ারল্যান্ডের (পুরুষ প্রধান)। জার্মানির (নারী প্রধান) সঙ্গে যুক্তরাজ্যের (পুরুষ প্রধান)।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর