Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে পরীমণির প্রিয় নানুভাই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৫:০৯

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির প্রিয় নানুভাই শামসুল হক গাজী। তার জীবনের সকল উত্তান-পতনে তাকে বটবৃক্ষের মত তাকে ছায়া দিয়েছেন, রেখেছিলেন আগলে। ছোটবেলায় বাবা মা হারানোর পর এ নানুর কাছেই বড় হয়েছিলেন পরীমণি। প্রিয় সে মানুষটি আর নেই। চলে গেছেন না ফেরা দেশে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পরীমণির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বিজ্ঞাপন

চয়নিকা জানান, ‘গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণির নানুভাইকে নিয়ে যাওয়া হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে। সেখানেই পরীর নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।’

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন পরীমণির নানা শামসুল হক গাজী। নানাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই ভীষণ উদ্বিগ্ন ছিলেন পরীমণি।

সারাবাংলা/এজেডএস

না ফেরা দেশে নানুভাই পরীমণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর