Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৭:৪১

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক, প্রধান কার্যালয় ইকবাল সেন্টারের লার্নিং এন্ড ট্রেনিং সেন্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” প্রদর্শিত হয়। ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি এবং সিআরএম প্রধান জনাব এ.ওয়াই.এম নাইমুল ইসলাম; এসইভিপি এবং সিসিও জনাব আনিসুল কবির; এসইভিপি ও চীফ রিস্ক অফিসার জনাব খন্দকার রহিমুজ্জামান, সিএমএ; এসইভিপি এবং রিটেইল, এসএমই ও কৃষি ঋণ ব্যাংকিং বিভাগ প্রধান জনাব মোহাম্মদ শামীম মোর্শেদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান জনাব মোঃ তারেক উদ্দিন; ইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব শিবলী সাদেক; এফভিপি ও লার্নিং এন্ড ট্রেনিং সেন্টার প্রধান সাদিয়া মবিন হান্নান, চলচ্চিত্রটির প্রযোজক জনাব লিটন হায়দারসহ ব্যাংকের প্রধান শাখার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’। শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সাল, অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি।

বিজ্ঞাপন

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর মা ও বাবার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আজাদ আবুল কালাম, সমু চৌধুরীসহ পাঁচ শতাধিক শিল্পী।

‘চিরঞ্জীব মুজিব’ প্রযোজনা করেছেন লিটন হায়দার। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কোনাল, নোলক বাবু, কিরণ চন্দ্র রায়। চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্‌দীনের গান ব্যবহার করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

চিরঞ্জীব মুজিব প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর