Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় কী করছেন পরীমণি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৬:৪৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২১ ১৬:৫৩

আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তার এ অবস্থান নিয়ে চলচ্চিত্রপাড়ায় নানা ধরণের গুঞ্জন চলছে। অনেকে মনে করছেন তিনি কলকাতার কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছে। তবে পরী খবরটি উড়িয়ে দিয়েছেন।

পরীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, কোনো ছবির কাজে নয়, তিনি গিয়েছেন চিকিৎসা করাতে। শারীরিক কিছু সমস্যা তাকে বেশ ভালোই ভোগাচ্ছে। তাই ভালো মতো ডাক্তার দেখাতে চান তিনি।

এদিকে কলকাতায় পৌঁছেই চেক ইন দিয়ে পরীমণি লিখেছেন ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। সঙ্গে জুড়ে দিয়েছেন সেলফি। সেই সেলফিতে হলুদ-কালো রঙের পোশাকে দেখা মিলল পরীর। নিজের ছবির সঙ্গে সঙ্গে যুক্ত করেছেন হোটেলের ছবিও। ছবিতে পরীর সঙ্গে দেখা গেছে আরও একজনকে। তবে তার কোনো পরিচয় জানাননি তিনি।

গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীমণি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার কিছুদিন পরই মাদক মামলায় গ্রেপ্তার হন পরী। এরপর গত ৩১ সেপ্টেম্বর মুক্তি পেলে তার। গত ২৪ অক্টোবর জমকালো আয়োজনে জন্মদিন পালন করেও আলোচনায় এসেছেন তিনি।

সারাবাংলা/এজেডএস

কলকাতা পরীমণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর