Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমণিকে নির্যাতনের ঘটনায় ধিক্কার জয়া আহসানের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুন ২০২১ ১৫:৫৩ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৫:৫৪

রবিবার (১৩ জুন) রাত থেকে দেশের বিবেকবান মানুষ স্তব্ধ গেয়েছে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সবাই ক্ষুব্ধ। এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তার সকল সহকর্মীরাও। তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান।

জয়া আহসান লিখেন, ‘পরীমণির  খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।’

জয়া প্রশ্ন রেখে বলেন, ‘একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?’

তিনি সবশেষ লিখেন, ‘এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান পরীমণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর