Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমিতাভ-জয়া: যৌথ যাপনের ৪৮ বছর


৩ জুন ২০২১ ১৮:১৫ | আপডেট: ৩ জুন ২০২১ ১৮:২৯

১৯৭৩ সালের ৩ জুন- আজ থেকে ৪৮ বছর আগে এই দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের জীবন্ত কিংবদন্তী জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি। ১৯৭৩ থেকে ২০২১, অমিতাভ-জয়ার বিয়ের ৪৮ বছর উপলক্ষে বিয়ের সেই পুরনো ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করেন বিগ বি অমিতাভ বচ্চন।

জয়াকে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট

জয়াকে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট

এই ৪৮ বছরে অনেক চড়াই-উৎরাই পার করে এসেছেন তারা। অর্ধাঙ্গীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের সময় তোলা দু’টি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন বিগ বি। যদিও প্রথমটি থেকে ভুলবশত বাদ গিয়েছে তার মাথা। পরের ছবিটি একদম ঠিক আছে। সেটি বিয়ের যজ্ঞ বা সিঁদুরদানের একটি মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। অমিতাভের এই পোস্টে কমেন্ট করেছেন বহু বলিউড তারকা। সকলেই তাকে ও জয়া বচ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

‘জঞ্জির’, ‘শোলে’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। প্রথম সন্তান শ্বেতার জন্মের পর অভিনয় জগত থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেওয়া শুরু করেছিলেন জয়া। তবে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘কি অ্যান্ড কা’-তে আবার দেখা গিয়েছিল অমিতাভ-জয়ার জুটিকে।

বাবা হরিবংশ রাই বচ্চন’র নির্দেশেই জয়া ভাদুড়িকে বিয়ে করেন অমিতাভ। আর সেটি হয় ‘জঞ্জির’ সিনেমা সাফল্যের পরপরই। গতবছর অমিতাভ বচ্চন তার নিজের সোশ্যাল মিডিয়ায় জয়ার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে জানিয়েছিলেন, জঞ্জিরের সাফল্যের জন্য জয়া ভাদুড়ি-সহ বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে লন্ডনে যাবেন বলে সিদ্ধান্ত নেন বিগ বি। কিন্তু ছেলের ওই সিদ্ধান্তে বাধ সাধেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। ছেলে কাদের সঙ্গে লন্ডনে যাচ্ছেন? এই প্রশ্ন করেন তিনি।

বিজ্ঞাপন
বাবার নির্দেশেই জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন অমিতাভ

বাবার নির্দেশেই জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন অমিতাভ

উত্তরে অমিতাভ সেদিন স্পষ্ট করে তার বাবাকে জানিয়েছিলেন, জয়া ভাদুড়িও যাচ্ছেন তাদের সঙ্গে লন্ডনে। সবার জন্যই ফ্লাইটের টিকেট কাটা হয়েছে। শুনে বিগ বি’র বাবা আপত্তি তুলে বললেন, বিয়ে না করে জয়াকে নিয়ে অমিতাভ লন্ডনে যেতে পারবেন না। বিয়ে করে তবেই যেন তিনি জয়াকে নিয়ে লন্ডনে যান। বাবার কথা মেনেই এরপর তিনি বিয়ের পিঁড়িতে বসেন বলে নিজের ট্যুইটে জানান অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন অমিতাভ-জয়ার ৪৮ বছর জয়া বচ্চন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর