Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে অপূর্ব-তিশার ‘আপনার ছেলে কী করে’


৭ মে ২০২০ ১৮:০৫ | আপডেট: ৭ মে ২০২০ ১৮:০৬

আব্দুল জলিল মিয়া একজন সরকারি কর্মচারী। তার স্বপ্ন ছেলে সরকারি করবে। কারণ তার এই ছা-পোষা চাকরিতে সবাইকে স্যার বলে ডাকতে হয়। ছেলে সরকারি চাকরি করলে তাকেও সবাই স্যার বলে ডাকবে। কিন্তু তার ছেলে আদনান ৫ বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করে এখনো বেকার। রাস্তা-ঘাটে যখন কেউ জিজ্ঞেস করে—‘আপনার ছেলে কী করে’, তখন লজ্জায় যন্ত্রণায় জলিল মিয়ার মন বিষিয়ে ওঠে।

এমন গল্পে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন ‘আপনার ছেলে কী করে’। স্বরূপ চন্দ্র দে রচিত নাটকটি এবারের ঈদে আরটিভিতে প্রচারিত হবে।

বিজ্ঞাপন

সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আপনার ছেলে কী করে’—এমন প্রশ্ন একজন বাবার কাছে কখোনো আতঙ্কের কখোনো আনন্দের। সন্তানের আর্থসামাজিক অবস্থার উপরে বাবার অনুভূতি নির্ভর করে। পরিবার, প্রেম ও সমাজ বাস্তবতার গল্প এটি। আশা করি সবার ভালো লাগবে।

‘আপনার ছেলে কী করে’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, মাসুম বাশার, সাবেরি আলম, নরেশ ভুঁইয়া, স্বর্নলতা, বৈদ্যনাথ সাহা প্রমুখ।

অপূর্ব আপনার ছেলে কী করে তিশা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর