ভারতের চ্যানেলে শুভর ‘আহা রে’
৩ ডিসেম্বর ২০১৯ ১২:৫৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৮
আরিফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘আহা রে’ প্রচারিত হবে ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলা সিনেমায়। রঞ্জন ঘোষ পরিচালিত ছবিটিতে তার বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ছবিটি প্রচার হবে।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র। গত ২২ ফেব্রুয়ারি কলকাতার অনেকগুলো সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। সবাই বেশ প্রশংসা করেছিলো। আমার বাংলাদেশি দর্শক-ভক্তরা এতদিন ধরে বলছিল, কবে ছবিটি দেখতে পারবে! আমি খুশি যে, এবার তাদের অপেক্ষার অবসান হচ্ছে।’
‘আহা রে’র গল্প ঢাকার এক শেফ ও কলকাতার রাঁধুনির। দুজনই রান্নায় বেশ পারদর্শী। বাংলাদেশি যুবক শুভর নাম ফারহাজ চৌধুরী, যিনি জীবিকার তাগিদে কলকাতায় যান। ঋতুপর্ণা ও শুভ দুজন দুই ধর্মের। তাদের ভালোবাসার গল্প উঠে এসেছে ছবিটিতে।