Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আহা রে’র সিক্যুয়াল, থাকছেন আরিফিন শুভ


৯ মে ২০১৯ ১৪:০৫

কলকাতার ছবি ‘আহা রে’। তবে ছবিটি নিয়ে এদেশের দর্শকদের রয়েছে বাড়তি আগ্রহ। কারণ ছবিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

এবার শোনা যাচ্ছে সিক্যুয়াল হবে ‘আহা রে’ ছবির। পরিচালক রঞ্জন ঘোষের তৃতীয় সিনেমা ‘আহা রে’। হলে ছবিটি চলছে ৭৫ দিনেরও বেশি। তাই বলাই যায় ছবিটি পছন্দ করেছেন দর্শকরা।

স্বাভাবিকভাবেই এই সাফল্যে ইচ্ছ্বসিত পরিচালক রঞ্জন ঘোষ এবং ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই দু’জনে পরিকল্পনা করছেন ‘আহা রে টু’ নির্মাণ করার। ছবির মূল কাস্টিং সে ক্ষেত্রে এক থাকবে বলেই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ এবং পরান বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ছবিতেও থাকবেন।

রঞ্জন বললেন, ‘প্রথম ছবি শেষ হয়েছিল একটা ম্যাজিক দিয়ে। যে ম্যাজিক রাজা এবং বসুন্ধরার চরিত্রকে মিলিয়ে দেয়। দ্বিতীয় ছবি শুরু হবে সেই জায়গা থেকে।’

পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও করেছেন রঞ্জন ঘোষ। তিনি আরও বলেন, ‘এখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েনস (এনআরসি) নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তাতে রাজার চরিত্রটি আদৌ কলকাতায় থাকতে পারবে কি না, বা হিন্দু পরিবারে এক জন মুসলিম তরুণের থাকা নিয়ে পাড়ার লোকেদের চিন্তাভাবনা— এই জায়গাটা ধরার চেষ্টা করব দ্বিতীয় গল্পে।’

প্রাথমিক প্ল্যানিং হয়ে গেলেও দ্বিতীয় ছবির নাম কী হবে, তা এখনও চূড়ান্ত নয়। রঞ্জন জানিয়েছেন শিগগিরিই না কি বাংলাদেশে মুক্তি পাবে ‘আহা রে’।

সারাবাংলা/পিএ

আরিফিন শুভ আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর