পহেলা ফাল্গুনের নাটকে মোশাররফ করিম
১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বসন্তের প্রথম দিনে মজার একটি নাটক নিয়ে টিভি পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের শিরোনাম ‘সুপারহিট বাবুল মিডিয়া’। মোশাররফ করিমের সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী স্নিগ্ধা মোমিন।
শাহজাহান সৌরভের রচনায় ‘সুপারহিট বাবুল মিডিয়া’ নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটি বাংলাভিশনের পর্দায় প্রচার হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টা ১৫ মিনিটে।
আরও পড়ুন : ভালোবাসা দিবসে মঞ্চে উঠবে মাইলস ও আর্ক
‘সুপারহিট বাবলু মিডিয়া’ কমেডি ধাঁচের নাটক। এ নাটকে মোশাররফ করিমের চরিত্রটিও বেশ মজার। চরিত্র প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এমন হাসির নাটক আমি আগেও করেছি। খুব কাছাকাছি চরিত্রেও দর্শক আমাকে দেখেছে। তারপরও আমার অন্যান্য নাটক থেকে এটি আলাদা। কারণ এটি বসন্ত ঋতুর নাটক। দর্শকেরা নাটকটি দেখে আনন্দিত হবে বলেই আমার বিশ্বাস।’
নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী স্নিগ্ধা বলেন, ‘খুব সুন্দর গল্পের নাটক সুপারহিট বাবুল মিডিয়া। হাসি আছে। পাশাপাশি আছে ভাবনার খোরাক। কাজটি করতে গিয়ে মনে হয়েছে পরিচ্ছন্ন একটি নাটকে অভিনয় করলাম। সবচেয়ে ভালো লেগেছে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তাকে পাওয়া মানেই দারুণ অভিজ্ঞতা। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন : দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা