অভিমানে দল ছাড়লেন মনির খান
৯ ডিসেম্বর ২০১৮ ১৮:২০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন তিনি। মনির খান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন : কেন্ড্রিক লামার পেলেন সর্বোচ্চ মনোনয়ন
আসছে নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন মনির খান। প্রাথমিকভাবে দলের মনোনয়নের চিঠি পেয়ে জমাও দিয়েছিলেন। তবে শেষ মুহুর্তে আসনটি জোটের শরিক জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয় তার বিএনপি। এই সিদ্ধান্তের পরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মনির খান।
পদত্যাগ পত্রে মনির খান লেখেন, আজ থেকে আমি কোনও দলের অর্ন্তভুক্ত নই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে আগের মতো গান গেয়ে যাব। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
খিজিরের নতুন ছবি ‘কারার ওই লৌহ কপাট’
শাহরুখের শিক্ষক সুহানা!
যা আসছে বলিউডে…
কলকাতার ‘বোবা রহস্য’ সিনেমায় তিশা
জীবনের শ্রেষ্ঠ সময়ে আছেন প্রিয়াঙ্কা
বানসালীর চোখ আনুশকার দিকে!